নামাজের সুন্নত সমূহ - গোসলের সুন্নত সমূহ ২০২৩
প্রিয় পাঠক আমরা অনেকেই প্রতিদিনের সুন্নত সম্পর্কে জানিনা। তাই আপনাদের অবগত জন্য নামাজের সুন্নত সমূহ গুলো এই আর্টিকেলে তুলে ধরা হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর সুন্নত মেনে আমরা চলবো। আর তাই দেরি না করে অবশ্যই নামাজের সুন্নত সমূহ ও গোসলের সুন্নত সমূহ সম্পর্কে জেনে নিই।
নামাজ পড়া ফরজ কিন্তু চাইলেই যে কোন উপায়ে নামাজ পড়া ফরজ নয় বা এই এক্তিয়ার কারণেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়ো আমার মত করে। আর এই জন্য পূর্ণাঙ্গ নামাজের নেকি পেতে হলে নামাজের সুন্নত সমূহ সম্পর্কে জানতে হবে এবং নবীর দেখানো পথ অনুসরণ করে নামাজ পড়তে হবে।
নামাজের সুন্নত সমূহ
- তাকবীরে তাহরীমের সময় অবশ্যই সোজা হয়ে দাঁড়াতে হবে
- মুক্তাদির তাকবীরে তাহরীমা ইমামের তাকবীরে তাহরীম এর পর সাথে সাথে নেওয়া উচিত
- সমূহ কেবলামুখী রাখতে হবে এবং অবশ্যই দুই পায়ের মাঝখানে একটু ফাঁকা রাখা মুস্তাহাব
- পুরুষদের ক্ষেত্রে তাকবীরে বলার সময় উবাই হাত কান পর্যন্ত উঠাতে হবে
- আঙ্গুলগুলো অবশ্যই স্বাভাবিক অবস্থায় স্থির রাখা
- হাত বাধার সময় ডান হাতের আঙ্গুল বাম হাতের পিঠের ওপরে রাখা
- ছেলেদের অবশ্যই নাভির উপরে হাত বাঁধতে হবে
- এরপরে ছানা পড়তে হবে
ক্বিরাতের ৭টি সুন্নত সমূহ
- ক্বিরাত শুরু করার পূর্বে অবশ্যই আউযুবিল্লাহ সম্পূর্ণ পড়তে হবে
- এরপরে বিসমিল্লাহির রহমানির রাহিম পড়া
- সুরা ফাতেহা পাঠ করার শেষে আমিন বলা
- ফরজ ও জোহর নামাজের তেলাওয়াতের সূরা হুজরাত হতে সূরা বুরুজ পর্যন্ত সূরা পড়ার মধ্য থেকে অন্য একটি সূরা পাঠ করা
- ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাতের সূরা ফাতিহা পাঠ করা
- সূরা গুলো অবশ্যই মধ্যম গতিতে পাঠ করা
- ফরজের নামাজের প্রথম রাকাতের ক্বিরাত দ্বিতীয় রাকাত অপেক্ষা দীর্ঘ করতে হবে
রুকুর সুন্নত সমূহ
- রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা
- পুরুষের ক্ষেত্রে রুকুতে গিয়ে উভয় হাত দিয়ে হাটু শক্তভাবে ধরে রাখা
- এবং পুরুষের ক্ষেত্রে অবশ্যই হাটু ধরার সময় হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে রাখতে হবে
- সবসময়ের জন্য পিটকে সমতলভাবে বিছিয়ে রাখতে হবে
- সর্বশেষ রুকুতে গিয়ে কমপক্ষে তিনবার, পাঁচবার, সাতবার সুবহানাল্লাহি রব্বিয়াল আজিম বলা
সিজদার সুন্নত সমূহ
নামাজের সুন্নত সমূহ এর সাথে অনেক বিষয়ের সুন্নত মিলিত রয়েছে আর তাই নামাজের সকল সুন্নত সমূহ মেনে চলা এবং সে সম্পর্কে অবগত থাকা। তাহলে চলুন সিজদার সুন্নত সমূহ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
- সিজদায় যাবার সময় আল্লাহু আকবার বলা
- এরপরে হাটুদ্বয় জমিনে ছড়িয়ে দেওয়া
- এরপরে প্রথমের নাক রাখা
- অতঃপর কপাল রাখা
- অবশ্যই দুই হাতের মাঝখানে সিজদা করা
- সিজদার সময় কনুদ্বয় জমি থেকে পৃথক রাখা
- সিজদায় যাওয়ার পরে কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে হবে
- অতঃপর প্রথমে কপাল তারপরে নাক সর্বশেষ উভয় হাত উঠানো
- দুই সিজদার মাঝখানে ধীর-স্থির ভাবে বসা
তায়াম্মুমের সুন্নত সমূহ
- তায়াম্মুমের শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম পাঠ করা
- মাটিতে হাত রাখার সময় আঙ্গুল সমূহ ফাক করে রাখা
- মাটিতে হাত রাখার পরে হাত দুটো আগে পিছে নিয়ে মাটিতে ঘষা দেওয়া
- তারপরে উভয় হাত ঝেড়ে নেওয়া
- তায়াম্মুমে অঙ্গ সমূহ মাশাহ করার সময় ধারাবাহিকতা বজায় রাখতে হবে যেমন ভাবে পানি দিয়ে করা হয়ে থাকে
- চেহারাও হাতের মাসাহ হওয়ার মাঝে বিলম্ব না করা
গোসলের সুন্নত সমূহ
নামাজের সুন্নত সমূহের মতো গোসলের ও কিছু সুন্নত রয়েছে তা হল-
- ফরজ গোসলের আগে প্রস্রাব করে নেওয়া
- অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করা
- কাপড় বা শরীরে কোন স্থানে নাপাক ময়লা লেগে থাকলে তা তিনবার ধুয়ে পরিষ্কার করতে হবে
- লজ্জাস্থান নাপাক থাকুক আর না থাকুক তবুও ধৌত করা এরপরে উভয় হাত ধৌত করা
- সর্বপ্রথম মাথায় পানি ঢালতে হবে
- তারপরে ডান কাঁধে পানি দিতে হবে
- এরপরে বাম কাঁধে
- অতঃপর সমস্ত শরীর ভিজিয়ে নিতে হবে
- সমস্ত শরীর এমন ভাবে পানি পৌঁছাতে হবে যেন শরীরে একটি পশমের গোড়া ও পানিবিহীন শুকনো না থাকে
- গোসলের পূর্বে অবশ্যই সুন্নতি তরিকায় অজু করে নেওয়া
- হাত দ্বারা শরীরে সমস্ত স্থানে ঘষে মেজে পরিষ্কার করা
নিউ বাংলা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url