বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম সম্পর্কে বিস্তারিত জানুন
প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আর্টিকেল লিখতে চলেছি যা পড়ে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আজকে আমি বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম সম্পর্কে জানাবো। বর্তমান বিশ্বে প্রযুক্তির কারণে বিভিন্ন কিছু আবিষ্কার করা হচ্ছে কিন্তু আমরা এই সকল আবিষ্কার ও আবিষ্কারকের নাম জানিনা, আর তাদের জন্যই বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম আজকের আর্টিকেলে তুলে ধরব।
বর্তমান সময় প্রযুক্তি নির্ভরশীল। প্রযুক্তির ওপর নির্ভর করে মানুষ বিভিন্ন কাজ করে থাকেন। আজকে আপনাদের মাঝে সকল প্রকার জানা-অজানা আবিষ্কার ও আবিষ্কারকের নাম জানাবো। তাহলে আর দেরি না করে আমাদের এই আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়তে থাকুন।
১. কম্পিউটার আবিষ্কার করেন-চার্লস ব্যাবেজ
২. অ্যাপল-স্টিভ জবস
মাইক্রোপ্রসেসর এর আবির্ভাব এরপর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে কম্পিউটার তৈরির কাজ শুরু করা হয়। স্টিভ জবস (১৯৫৫-২০১১) তার দুই বন্ধুসহ ১৯৭৬ সালের পহেলা এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করে। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান রূপান্তরিত হয়েছে। অ্যাপলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায় ক্রমান্বয় বিকাশিত হচ্ছে।
৩. Microsoft এর প্রতিষ্ঠাতা-বিল গেটস
১৯৮১ সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য মাইক্রোসফট কে দায়িত্ব দেন। আর সেখন থেকেই বিকাশিত হয় এম এস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমান পৃথিবীর অনেক কম্পিউটার পরিচালিত হচ্ছে।
৪. Www এর জনক-জন ব্যার্নাস-লি
১৯৮৯ সালে স্যার টিমোথি জন বার্নাস-লি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী যিনি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল (http) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হিসেবেও বেশ পরিচিত। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশের ফলে বিশ্বের নানান দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকাশিত হয় বিভিন্ন ধরনের এপ্লিকেশন সফটওয়্যার।
৫. ফেসবুকের প্রতিষ্ঠাতা-মার্ক জাকারবার্গ
বর্তমান পৃথিবীর সবচাইতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম মাধ্যম হলো ফেসবুক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জাকারবার্গ এবং তার চার বন্ধু মিলে ফেসবুক প্রতিষ্ঠা করে। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমান সময়ে পৃথিবীর সকল মানুষ ফেসবুক ব্যবহার করছে। আর এই ফেসবুক ব্যবহারকারী সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করে থাকে
৬. আধুনিক দাবার জনক-উইলহেম স্টেইনিজ
৭. যুদ্ধ ট্যাংক আবিষ্কার করেন-ই. ডি. সুইন্টন
৮. ঘড়ি আবিষ্কারক-পিটার হেনলিয়েন
৯. ক্যালকুলেটর- ব্লেইসি প্যাসকেল
১০. চশমা-গিরোলামো সাভোনারোলা
চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার ও আবিষ্কারকের নাম
১১. অণুবীক্ষণ যন্ত্র-লিউয়েন হোয়েক
১২. রক্ত সঞ্চালন-উইলিয়াম হার্ভে
১৩. এক্সরে আবিষ্কার করেন-উইলহেম কনরাড
১৪. ডিএনএ-ফ্রেডরিক মিয়েশ্চার
১৫. কৃত্রিম জিন-হরগোবিন্দ খোরানা
১৬. ব্যাকটেরিয়া-লিওয়েন হুক
১৭. থার্মোমিটার-ড্যানিয়েল গাব্রিয়েল
১৮. যক্ষার জীবাণু-রবার্ট কোচ
রসায়ন বিজ্ঞানে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম
১৯. অক্সিজেন-জোসেফ পিস্টলি
২০. হাইড্রোজেন-হেনরি ক্যাভেন্ডিস
২১. ইলেকট্রন-জে. জে থমসন
২২. প্রোটন. আর্নেস্ট রাদারফোর্ড
২৩. নিউট্রন- জেমস চ্যাডউইক
২৪. পারমাণবিক সংখ্যা-মোসলে
২৫. বৈদ্যুতিক কোষ-আলেস্যান্দ ভোল্টা
২৬. ডায়নামাইট-আল ফ্রেড ব্রেন হার্ড
পদার্থবিজ্ঞানে বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারকের নাম
২৭বিদ্যুৎ আবিষ্কার করেন-মাইকেল ফ্যারাডে
২৮. টেলিস্কোপ-গ্যালিলিও গ্যালিলি
২৯. মাইক্রোফোন-ডাম্বেল
৩০. পারমানবিক আবিষ্কার করেন-রবার্ট ওপেনহাইমার
৩১. ডিজেল ইঞ্জিন-রুডলফ
৩২. রেল ইঞ্জিন-জজস্টিফেনসন
৩৩. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন- জেমস ওয়াট
৩৪. পেট্রোল ইঞ্জিন-নিকোলাস অটো
৩৫. নিউটন বোম-স্যামুয়েল টি. কোহেন
৩৬. এলসিডি-মার্টিন সাউট
৩৭. পরমাণু চুল্লি-এনরিকো ফার্মি
৩৮. ডিজিটাল ক্যামেরা-স্টিভেন জে সিসোন
৩৯. ব্ল্যাক হোল-জন হুইলার
৪০. সিডি-নোরিও ওহগা
৪১. টেলিভিশন-জন এল বেয়ার্ড
৪২. টেলিফোন-আলেকজান্ডার গ্রাহামবেল
৪৩. রেডিও- জি. মার্কনি
৪৪. রেফ্রিজারেটর-জেমস হ্যারিসন
৪৫. রেলওয়ে ইঞ্জিন-স্টিফেনসন
৪৬. বৈদ্যুতিক বাল্ব-টমাস আলভা এডিসন
৪৭. বৈদ্যুতিক পাখা-স্কাইলার হুইলার
৪৮. এয়ার কন্ডিশনার-উইলিস ক্যারিয়ার
৪৯. বাইসাইকেল-কার্কপ্যাটিক মেকমিলান
৫০. টিভি রিমোট কন্ট্রোল-ইউজিন পলি
নিউ বাংলা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url