আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল
আপনি কি আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল সম্পর্কে জানতে চাচ্ছেন। কোথাও খুঁজে পাচ্ছেন না, আবার দেখা যায় যে আল্লাহর 99 টা নাম জানলেও এর বাংলা অর্থ এবং ফজিলত পাওয়া যায় না। আর তাই অনেক খোঁজাখুঁজির পরও সঠিক ফলাফল পাওয়া সম্ভব হয় না। তাহলে আপনি যদি সঠিক জায়গায় এসেছেন। আজকে আমি আপনাদের মাঝে আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল সম্পর্কে জানাবো।
তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক, আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল। আজকে আমি আল্লাহর 99 টি নাম ও ফজিলত সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবো। আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমলের নিম্নরূপ নিচে দেওয়া হল।
পোস্ট সূচিপত্রঃ আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল বিস্তারিত জানুন
- আল্লাহর ৯৯ নামের তালিকা
- আল্লাহর ৯৯ নাম বাংলায়
- আল্লাহর ৯৯ নাম অর্থ সহ
- আল্লাহর ৯৯ নাম PDF
- আল্লাহর ৯৯ নামের ব্যাখ্যা pdf
১. আর রহমান, অর্থঃ পরম দয়ালু
ফজিলত ও আমলঃ প্রত্যেক নামাজের পর ১০০ বার পড়লে ইনশাল্লাহ তাঁর অন্তর থেকে সব ধরনের কঠোরতা ও অলসতা দূর হয়ে যাবে।
২. আর-রহিম, অর্থঃ অতিশয় মেহেরবান
ফজিলত ও আমলঃ প্রত্যেক নামাজের পর ১০০ বার পাঠ করিলে ইনশাল্লাহ পৃথিবীর সকল আপদ বিপদ থেকে নিরাপদ থাকবে।
৩. আল-মালিক, অর্থঃ সর্বকৃতিত্বময়
ফজিলত ও আমলঃ ফজরের নামাজের পর অধিকহারে পাঠ করবে, আল্লাহ তা'আলা তাকে ধনবান করে দিবেন।
৪. আল কুদ্দুস, অর্থঃ অতি পবিত্র
ফজিলত ও আমলঃ রাতের শেষভাগে নামটি ১০০০ বার পাঠ করলে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়।
৫. আস-সালাম অর্থঃ নিরাপত্তা দানকারী বা শান্তি দানকারী
ফজিলত ও আমলঃ এই নামটি 115 বার কোন রোগীর ওপরে পড়ে যদি ফু দেয় তাহলে আল্লাহ তা'আলা তাকে সুস্থতা ও আরোগ্য দান করেন।
৬. আল মুমিন, অর্থঃ নিরাপত্তা বা ঈমান দানকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি কোন ভয়-ভীতির সময় ৬৩০ বার এ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সে সব ধরনের ভয় ভীতি ও অনিষ্ঠ থেকে নিরাপদ থাকবে। আবার যে ব্যক্তি এই নামটি পাঠ করবে বা লিখে নিজের সাথে রাখবে আল্লাহ তা'আলা তাকে শয়তানের অনিষ্ঠা থেকে রক্ষা করবে।
৭. আল মুহাইমিন, অর্থঃ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি গোসল করে ১১৫ বার এই নামটি পড়বে, গোপন বিষয়াদি ওপর অবগত হবে সর্বদা পড়লে সব বিপদ থেকে মুক্তি পাবে।
৮. আল আজিজ, অর্থঃ পরাক্রমশালী, অপরাজেয়
ফজিলত ও আমলঃ ৪০ দিন পর্যন্ত যে ব্যাক্তি এ নামটি 40 বার পাঠ করবে আল্লাহ তাকে সম্মানীয় অমুখাপেক্ষী বানিয়ে দিবেন।
৯. আল জাব্বার, অর্থঃ দুর্নিবার
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি প্রতিদিন সকাল-বিকেল 226 বার পড়িবে তাহলে তার যাবতীয় জুলুম থেকে মুক্তি পাবে।
১০. আল মুতাকাব্বিইর, অর্থঃ নিঙ্কূশ শ্রেষ্ঠত্বের অধিকারী
ফজিলত ও আমলঃ এর নাম সর্বদা পাঠ করিলে মান সম্মান বৃদ্ধি পায় ও উন্নতি লাভ করে।
১১. আল খালিক্ব, অর্থ সৃষ্টিকর্তা
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি সাত দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ১০০ বার পাঠ করবে ইনশাল্লাহ তার সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে।
১২. আল বারী, অর্থ সঠিকভাবে সৃষ্টিকারী
ফজিলত ও আমলঃ বন্ধ্যা নারী সাত দিন রোজা রেখে এবং পানি দ্বারা ইফতার করার পর 21 বার পাঠ করলে ইনশাল্লাহ তার পুত্র সন্তান লাভ করবে।
১৩. আল মুছউইর, অর্থ আকৃতি-দানকারী
১৪. আল-ক্বাহার, অর্থ কঠোর
ফজিলত ও আমলঃ ক্রমাগত আল্লাহর এই নামটি পাঠ করলে, পার্থিব ভালোবাসা থেকে মুক্তি পাওয়া যায় এবং এর পরিবর্তে আল্লাহর ভালবাসা আপনার হৃদয়ের সহজাত হয়ে যাবে। ইনশাল্লাহ্
১৫. আল ওয়াহ্হাব, অর্থ সবকিছু দানকারী
ফজিলত ও আমলঃ চাশতের নামাজের পর সিজদায় গিয়ে ১০০ বার পড়লে অর্থ ও প্রভাব বৃদ্ধি পায়।
১৬. আল-গফফার অর্থ পরম ক্ষমাশীল
ফজিলত ও আমলঃ জুম্মার নামাজের পর 100 বার পড়লে গুনাহ মাফ হয় এবং অভাব দূর হয়।
১৭. আল রাজ্জাক, অর্থ রিজিকদাতা
ফজিলত ও আমলঃ ফজরের নামাজের পূর্বে এই নামের জিকির করলে রিজিক বৃদ্ধি পায়।
১৮. আল ফাত্তাহ, অর্থ বিজয় দানকারী
ফজিলত ও আমলঃ ফজরের নামাজের পর দুই হাত বুকের উপর রেখে 70 বার এই নাম পাঠ করলে ইনশাল্লাহ তার অন্তর ঈমানের জ্যোতি দ্বারা আলোকিত হবে।
আরো পড়ুনঃ ধাতু রোগ সারানোর উপায় - ধাতু রোগ কেন হয়
১৯. আল আলীম, অর্থ সর্বজ্ঞ
ফজিলত ও আমলঃ এনাম সর্বদা পার্ট করলে জ্ঞানবৃদ্ধি হয় এবং গুনাহ মাপ হয় ও মনের কপাট খুলে যায়।
২০. আল-ক্ববিদ্ব, অর্থ সংকীর্ণকারী
ফজিলত ও আমলঃ যে ব্যাক্তি 40 দিন এই নামটি চার টুকরা রুটির ওপর লিখে খাবে তিনি ক্ষুদা, পিপাসা, ও ব্যথা বেদনা থেকে মুক্তি পাবে।
২১. আল বাসিত, অর্থ প্রশস্তকারী
ফজিলত আমলঃ প্রতিদিন নামাজের পর মোনাজাত করে দশবার আল্লাহর এই নাম পাঠ করিলে আল্লাহ তা'আলা তাকে ধনী বানিয়ে দিবেন এবং কখনো কারো মুখাপেক্ষী করবে না।
২২. আল খফিদু, অর্থ অবতনকারী
ফজিলত ও আমলঃ প্রতিদিন নামের পাঠ করলে আল্লাহ তা'আলা তাঁর প্রয়োজন পূর্ণ করবেন এবং সকল সমস্যা দূর করে দিবেন।
২৩. আল রফীই, অর্থ উন্নতকারী
ফজিলত আমলঃ 100 বার পাঠ করলে আল্লাহ তা'আলা আপনাকে স্বয়ংসম্পূর্ণতা এবং সর্বঅজ্ঞ সৃষ্টির স্বাধীনতা প্রদান করবেন। ইনশাল্লাহ
২৪. আল মুইজ্ব, অর্থ সম্মান দানকারী
ফজিলত ও আমলঃ প্রতি সোমবার ও শুক্রবার মাগরিব নামাজের পরে এই নাম ৪০ বার পাঠ করলে মর্যাদা বৃদ্ধি পায় এবং সকলের নিকট সম্মানের পাত্র হয়ে ওঠে।
২৫. আল-মুদ্বি’ল্লু, অর্থ অবিশ্বাসীদের বেইজ্জত কারী
ফজিলত ও আমলঃ নামাজের পর সেজদায় গিয়ে ৭৫ বার পড়ে দোয়া করলে শত্রুতা হতে মুক্ত পাওয়া যায়।
২৬. আস্ সামিই, অর্থ সর্বোচ্চতা
ফজিলত ও আমলঃ শুক্রবার চাশতের পর ৫০ থেকে ৫০০ বার পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
২৭. আল বাছির, অর্থ সর্ববিষয়ে দর্শনকারী
ফজিলত ও আমলঃ জুম্মার নামাজের পর ১০০ বার পড়লে দৃষ্টিতে আলো অন্তরে জ্যোতি সৃষ্টি করে।
২৮. আল হা’কাম, অর্থ অটল বিচারক
ফজিলত আমলঃ যে ব্যক্তি অধিকারে পাঠ করবে, আল্লাহ তা'আলা তার জন্য জ্ঞান-বিজ্ঞানের দ্বার খুলে দিবেন।
২৯. আল লাতীফ, অর্থ সকল গোপন বিষয়ে অবগত
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি ১৩৩ বার এই নাম পাঠ করবে ইনশাল্লাহ তার খাদ্যে বরকত হবে এবং তার সব কাজ সুন্দরভাবে পূর্ণতা লাভ করবে।
৩০. আল খবীর, অর্থ সকল ব্যাপারে জ্ঞাত
ফজিলত ও আমলঃ ৭ দিন পর্যন্ত এ নাম পাঠ করতে থাকলে গোপন তথ্য অবগত হওয়া যায়।
৩১. আল হালিম, অর্থ অত্যন্ত ধৈর্যশীল
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি এই নামটি কাগজে লিখে পানিতে এটি ডুবিয়ে রেখে এবং সে পানি শস্য খেতে অথবা কোন জিনিসের উপর ছিটিয়ে দিবে আল্লাহ তা'আলা তার ফসল নষ্ট করবে না বরং সংরক্ষণ করবেন।
৩২. আল আ’দল, অর্থ পরিপূর্ণ ন্যায়বিচারক
ফজিলত ও আমলঃ শুক্রবার রাতে ২০ টুকরা রুটির উপর লিখে খেলে আল্লাহ তায়ালা সৃষ্টি জীবকে তার অনুগত করে দিবে।
৩৩. আল-আজিম, অর্থ সর্বোচ্চ মর্যাদাশীল
ফজিলত ও আমলঃ নিয়মিত নামের জিকির করলে তার মর্যাদা সম্মান শ্রেষ্ঠত্ব লাভ করবে।
৩৪. আল গফুর, অর্থ পরম ক্ষমাশীল
ফজিলত ও আমলঃ অধিকার এই নাম পাঠ করলে সব রোগ বালাই দুঃখ ও দুর্দশা অপসারণ করা যায় আল্লাহর দোয়া তার সম্পদ এবং সন্তানাদির ওপর পড়ে ইনশাল্লাহ।
৩৫. আশ্-শাকুর, অর্থ গুনগ্রাহী
ফজিলত আমলঃ কোন ব্যক্তি যদি আর্থিক,, মানসিক শারীরিক ও আধ্যাত্মিক সমস্যার সম্মুখীন হন, তাহলে ৪১ বার আল্লাহর এই নাম পাঠ করলে আল্লাহ শীঘ্রই উদ্ধার প্রদান করবে। ইনশাল্লাহ
৩৬. আল-আ’লিইউ, অর্থ উচ্চ মর্যাদাশীল
ফজিলত ও আমলঃ এর নাম সর্বদা পাঠ করলে ও লিখে সঙ্গে রাখলে ইনশাল্লাহ মর্যাদা উচ্চতা স্বচ্ছলতা ও উদ্দেশ্য সফলতা লাভ করবে।
৩৭. আল কাবিইর, অর্থ সুমহান
ফজিলত ও আমলঃ কোন ব্যক্তিকে যদি তার পদথেকে বরখাস্ত করা হয় তাহলে সাত দিন রোজা রেখে এবং প্রতিদিন এই নাম এক হাজার বার পাঠ করিলে আল্লাহ তা'আলা তাঁর পদকে সম্মান এবং মর্যাদা দিয়ে পুনরায় ফিরিয়ে দিবেন। ইনশাল্লাহ
৩৮. আল হাফিজ, অর্থ সংরক্ষণকারী
ফজিলত আমলঃ যে ব্যক্তি অধিকারী পাট করিবে এবং লিখে নিজের কাছে রেখে দেবে ইনশাল্লাহ সে সব ধরনের ভয়-ভীতি ও অনিষ্ঠ থেকে নিরাপদে থাকবে।
৩৯. আল মুকিত, অর্থ সকলের জীবনোপকরন-দানকারী
ফজিলত ও আমলঃ দানকারী যে ব্যক্তি সাতবার পড়ে পানিতে ফু দিয়ে সে পানি শিশুকে খাওয়ালে তার কান্না বন্ধ হয়।
৪০. আল হাসিব, অর্থ হিসাব গ্রহণকারী
ফজিলত আমলঃ কোন ব্যক্তি যদি কোন মানুষ বা কোন জিনিসকে ভয় পান তাহলে বৃহস্পতিবার থেকে শুরু ৮ দিনের জন্য রাতে ও সকালে 70 বার পাঠ করিলে আল্লাহ তার ভয় ও মন্দ জিনিসের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। ইনশাল্লাহ।
আরো পড়ুনঃ তরমুজ খাওয়ার উপকারিতা - তরমুজ খাওয়ার অপকারিতা ২০২৩
৪১. আল জালিল, অর্থ পরম মর্যাদার অধিকারী
ফজিলত আমলঃ এই নামটি মেসক ও জাফরান দিয়ে লিখে নিজের কাছে রাখবে বা ধুয়ে খেলে তার সম্মান মহিমা এবং মর্যাদা দিবে। ইনশাল্লাহ
৪২. আল কারীম, অর্থ সুমহানদাতা
ফজিলত আমলঃ ঘুমানোর পূর্বে এই নামের জিকির করলে আলেম ও সৎ লোকের মর্যাদা লাভ করা যায়।
৪৩. আর রক্বীব, অর্থ তত্ত্বাবধায়ক
ফজিলত আমলঃ এই নাম সাতবার প্রতিদিন পাঠ করলে এবং নিজের ও তার পরিবারের উপর ফু দিলে আল্লাহ ধ্বংস ও বিপর্যয় থেকে আপনাকে এবং আপনার সম্পদ রক্ষা করবে। ইনশাল্লাহ
৪৪. আল মুজীব, অর্থ জবাব দান কারী, কবুলকারী
ফজিলত আমলঃ সর্বদা এই নাম পাঠ করিলে আল্লাহতালা তার দোয়া কবুল করেন এবং এই নামটি নিজের কাছে রাখলে সে বিপদ থেকে মুক্তি পাবে।
৪৫. আল ওয়াসি, অর্থ সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান
ফজিলত আমলঃ অধিক পরিমাণে এই নামের জিকির করলে আল্লাহতালা তাকে প্রকাশ্য ও অমুখাপেক্ষিতা ও বরকত দান করবে।
৪৬. আল হাকিম, অর্থ পরম প্রজ্ঞাময়
ফজিলত আমলঃ ক্রমাগত এই নাম পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য জ্ঞান বিজ্ঞানের দার খুলে দেন।
৪৭. আল ওয়াদুদ, অর্থ বান্দাদের প্রতি সদয়
ফজিলত ও আমলঃ 100 বার পড়ে খাদ্যে ফু দিয়ে স্বামী-স্ত্রী খেলে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়।
৪৮. আল মাজিদ, অর্থ সকলে মর্যাদার অধিকারী
ফজিলত ও আমলঃ প্রত্যাহার সকালে ও সন্ধ্যায় 112 পড়ে শরীরের ফু দিলে সমাজে মর্যাদা বৃদ্ধি পাওয়া যায়।
৪৯. আল বাই’ছ, অর্থ পুনরুজ্জীবিতকারী
ফজিলত ও আমলঃ নিদ্রার পূর্বে বুকের উপর হাত রেখে এক হাজার বার পাঠ করলে জ্ঞানও হেকমত বৃদ্ধি পায়।
৫০. আশ শাহিদ, অর্থ সর্বজ্ঞ সাক্ষী
ফজিলত ও আমলঃ এ নামের জিকির বেশি বেশি পড়লে অন্তরে খারাপ বাসনা দূর হয়।
৫১. আল হা’ক্ব, অর্থ পরম সত্য
ফজিলত ও আমলঃ যদি পরিবারের কোনো সদস্য নিখোঁজ বা জিনিসের সময় হাতের তালুর উপর রেখে আকাশের দিকে উঠিয়ে দোয়া করবে ইনশাল্লাহ যেকোনো ব্যক্তি অথবা জিনিস পাওয়া যাবে এবং ক্ষতি থেকে নিরাপদ থাকবে।
আরো পড়ুনঃ চর্মরোগের লক্ষণ - চর্মরোগ সারানোর উপায় সম্পর্কে জেনে নিন
৫২. আল ওয়াকিল, অর্থ পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি বিপদ-আপদের সময় ভয় অধিকারে এই নামটি পাঠ করবে ইনশাল্লাহ বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে।
৫৩. আল ক্বউইউ, অর্থ পরম শক্তির অধিকারী
ফজিলত আমলঃ জুম্মার পরে এই নামের জিকির করলে জুলুম থেকে বাঁচা যায়।
৫৪. আল মাতীন, অর্থ সুদৃঢ়
ফজিলত ও আমলঃ যে কোন অভদ্র মহিলা এর বুকের দুধ না থাকলে টুকরা কাগজের উপর আল্লাহর নাম করলে তার বুকের মধ্যে দুধ আসবে। ইনশাল্লাহ
৫৫. আল ওয়ালিইউ, অর্থ অভিভাবক ও সাহায্যকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি অধিক হারে এই নাম পড়বে সে সৃষ্টি জীবনের গোপন তথ্য সম্পর্কে জানবে।
৫৬. আল হামিদ, অর্থ সকল প্রশংসার অধিকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি 50 থেকে 45 দিন পর্যন্ত ধারাবাহিক ৯৩ নামটি পাঠ করবে এবং তার থেকে কার্যাবলী প্রকাশ পাবে।
৫৭. আল মুহছী, অর্থ সকল সৃষ্টির ব্যাপারে অবগত
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি রুটির ২০ টুকরোর উপর প্রতিদিন 20বারে নামটি পড়ে ফু দিবে এবং খাবে তাহলে ইনশাল্লাহ সৃষ্টিজগতর তার অনুগত হয়ে যাবে।
৫৮. আল মুব্দি, অর্থ প্রথমবার সৃষ্টিকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি সেহেরির সময় গর্ভবতী নারীর পেটের ওপর হাত রেখে 99 বার এই নামটি পাঠ করবে ইনশাল্লাহ না তার গর্ভপাত হবে না সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হবে।
৫৯. আল মুঈ’দ, অর্থ, পুনরায় সৃষ্টিকর্তা
ফজিলত ও আমলঃ কোন ব্যক্তি হারিয়ে গেলে যখন গৃহের সকল ব্যক্তি ঘুমিয়ে পড়বে তখন হারানো ব্যক্তিকে ফেরত আনার জন্য গৃহের চার কোণে ৭০ বার নামটি পড়বে ইনশাআল্লাহ হারানো ব্যক্তি সাত দিনের মধ্যে ফেরত আসবে অথবা তার কোন খবর পাওয়া যাবে।
৬০. আল মুহয়ী, অর্থ জীবনদানকারী
ফজিলত ও আমলঃ অসুস্থতা হবে সে অধিক হারে পাঠ করবে অথবা কোন রোগীর ওপর ফু দিবে তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে।
৬১. আল মুমীত, অর্থ মৃত্যদানকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি আত্মার নিয়ন্ত্রণে না থাকে সে শয়নকালে বক্ষদেশে হাত রেখে এই নামটি পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। আল্লাহ চান তো তার নফস বাধ্য ও অনুগত হয়ে যাবে।
৬২. আল হাইয়্যু, অর্থ চিরঞ্জীব
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি প্রতিদিন তিন হাজার বার নামটি পাঠ করবে ইনশাল্লাহ সে কখনো অসুস্থ হবে না।
৬৩. আল কাইয়্যুম, অর্থ সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি এই নামটি শেষ রাতে অধিক বার পড়বে ইনশাল্লাহ মানুষের এই হৃদয়ে তার মর্যাদা বৃদ্ধি পাবে।
৬৪. আল ওয়াজিদ, অর্থ অফুরন্ত ভান্ডারের অধিকারী
ফজিলত ও আমলঃ খাবার সময় পড়লে ওই খাদ্য কলবের শক্তি ও নুর সৃষ্টির সহায়ক করে।
৬৫. আল মাজিদ, অর্থ শ্রেষ্ঠত্বের অধিকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি নির্জনতায় এই নামটি অধিক পাঠ করবে ইনশাল্লাহ তাঁর অন্তরের ভিতর আল্লাহর জ্যোতি প্রকাশ হতে শুরু করবে।
৬৬. আল ওয়াহিদ, অর্থ এক অদ্বিতীয়
ফজিলত ও আমলঃ প্রত্যাহে 1000 বার পাঠ করিলে মন থেকে ভয় ভীতি দূর হয়ে যায়।
৬৭. আছ্ ছমাদ, অর্থ অমুখাপেক্ষী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি ভোররাতে অথবা কিছু রাত থাকতে সিজদায় মাথা রেখে ১১৫ থেকে ১৩০ বার এই নামটি পড়বে তার বাহিক্য ও ভিতরগতভাবে সত্যবাদিতা লাভ করবে এবং কোনদিন অত্যাচারী দ্বারা পৃষ্ঠা হবে না।
আরো পড়ুনঃ যাকাত কি - যাকাত কত প্রকার ও কি কি
৬৮. আল আহাদ, অর্থ এক
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি এই নামটি ১০০০ বার উচ্চারণ করবে তার কাছে গোপনীয়তা প্রকাশ পাবে।
৬৯. আল ক্বদির, অর্থ সর্বশক্তিমান
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি অজু করার সময় অঙ্গ পতঙ্গ ধৌত করার সময় প্রতিটি জোড়ার উপর এই নামটি পড়বে সে কখনো জালিমের থাবায় আবদ্ধ হবে না। তার কোন শত্রু তার ওপর বিজয়ী লাভ করতে পারবে না।
৭০. আল মুকত্বাদির, অর্থ নিরস্কুশ সিদ্ধান্তের অধিকারী
ফজিলত ও আমলঃ যদি কেউ এই নামটি সর্বদা পড়ে তবে তার উদাসীনতা স্বরণের দ্বারা পরিবর্তিত হবে। যে ব্যক্তির নিদ্রা থেকে ওঠার পর বেশ বার এই নামটি পড়বে তবে তার সব কাজ ঠিক এবং সমাধান হয়ে যাবে।
৭১ আল মুক্বদ্দিম, অর্থ অগ্রসরক
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি যুদ্ধের সময় অধিক হারে পড়বে অথবা লিখে নিজের কাছে রাখবে আল্লাহতালা তাকে সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা দান করবে এবং শত্রুদের থেকে নিরাপদে রাখবেন।
৭২. আল মুয়াকখির, অর্থ অবকাশ দানকারী
ফজিলত ও আমলঃ প্রতিদিন ১০০ বার আল্লাহর এই নাম পাঠ করিলে তিনি দুর্মূল্য এবং আল্লাহর প্রিয় হয়ে যাবেন ইনশাল্লাহ।
৭৩. আল আওয়াল, অর্থ সর্বপ্রথম
ফজিলত ও আমলঃ কোন ব্যক্তি পুত্র সন্তান এর ইচ্ছা পোষণ করলে 40 দিনের জন্য ৪০ বার নামটি পাঠ করলে ইনশাল্লাহ তার উদ্দেশ্য পূরণ হবে।
৭৪. আল আখির, অর্থ অনন্ত, সর্বশেষ
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার পাঠ করবে তার অন্তর থেকে আল্লাহ ছাড়া অন্য কোন কিছুর প্রতি ভালোবাসা দূর হয়ে যাবে।
৭৫. আল জহির, অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত
ফজিলত ও আমলঃ ইশরাকের পরে পাঁচশোবার পাঠ করিলে চোখের দৃষ্টি শক্তি ও অন্তরে নূর লাভ হয়।
৭৬. আল বাত্বিন, অর্থ দৃষ্টি হতে অদৃশ্য
ফজিলত আমলঃ প্রত্যাহার ৩৩ বার পড়লে গোপন রহস্য যারা যাবে তার অন্তরের ভালোবাসা সৃষ্টি হবে।
৭৭. আল ওয়ালি, অর্থ সমস্ত-কিছুর-অভিভাবক
ফজিলত ও আমলঃ এই নামের নিয়মিত জিকির করলে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করে।
৭৮. আল মুতাআ’লি, অর্থ সৃষ্টির গুণাবলীর উর্ধ্বে
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি অধিক বার পাঠ করবে ইনশাল্লাহ তার সমস্যা দূর হবে।
৭৯. আল বার্, অর্থ পরম-উপকারী, অনুগ্রহশীল
ফজিলত ও আমলঃ কোন ব্যক্তি যদি সাতবার আল্লাহর এই নাম পাঠ করে তাহলে সন্তান জন্মের পর্দার সন্তানের ওপর ফু দিলে আল্লাহ বিপর্যয় থেকে তার সন্তানকে সুরক্ষা করবে। ইনশাল্লাহ
৮০. আত্ তাওয়াব, অর্থ তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী
ফজিলত ও আমলঃ চাশতের নামাজের পর সেজদায় গিয়ে এই নামটি ৩০০ বার পাঠ করবে, ইনশাল্লাহ তার সত্য তওবা লাভ করবে। যে ব্যক্তি এই নামটি বারবার পাঠ করবে তার সকল কাজকর্ম সহজ হয়ে যাবে। যদি কোন অত্যাচারীর ওপর ফু দেওয়া হয় তবে ইনশাল্লাহ তা থেকে মুক্তি লাভ করা যায়।
৮১. আল-মুনতাক্বিম, অর্থ প্রতিশোধ গ্রহণকারী
ফজিলত আমলঃ যে ব্যক্তি ন্যায়ের উপর থাকে এবং শত্রু থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা না থাকলে সে তিন জুম্মা পর্যন্ত অধিকার মুত্তাকিমু পড়বে আল্লাহ তায়ালার স্বয়ং তার থেকে প্রতিশোধ নিয়ে নিবেন।
৮২. আল আ’ফঊ, অর্থ পরম উদার
ফজিলত আমলঃ যার প্রচুর গুনাহ আছে সে লোকটি প্রতিনিয়ত এই নামটি পড়লে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন।
৮৩. আর রউফ, অর্থ পরম স্নেহশীল
ফজিলত আমলঃ যে ব্যক্তি দশ বার দরুদ শরীফ এবং দশবার এই নামটি পড়বে তবে ইনশাল্লাহ তার ক্রোধ দূর হয়ে যাবে। অন্য রাগান্বিত ব্যক্তির ওপর ফু দিলে তবে তার রাগ দূর হবে।
৮৪. মালিকুল মূলক, সমস্ত জগতের বাদশাহ্
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি মালিকুল মুলক সর্বদা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করে দিবেন। এবং সে কারো মুখাপেক্ষী থাকবে না।
৮৫. যুল-জালালি-ওয়াল-ইকরাম, অর্থ মহিমান্বিত ও দয়াবান সত্তা
ফজিলত ও আমলঃ যে ব্যাক্তি অধিক হারে পড়বে আল্লাহ তা'আলা তাকে শ্রেষ্ঠত্ব ও সম্মান এবং সৃষ্টজগত থেকে অমুখাপেক্ষিতা দান করবে।
৮৬. আল মুক্বিসত, অর্থ হকদারের হক আদায়কারী
ফজিলত আমলঃ যে ব্যক্তি এই নামটি প্রতিদিন ১০০ বার পাঠ করবে শয়তানের অনির্দিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে। যদি সাতবার পড়ে তবে সে উদ্দেশ্য অর্জন হবে।
৮৭. আল জামিই, অর্থ একত্রকারি, সমবেতকারী
ফজিলত ও আমলঃ যার আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব বিক্ষিপ্ত হয়ে থাকে, সে চাশতের সময় গোসল করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর এই নামটি ১০০ বার পাঠ করলে তার পরিবারের হারানো সদস্য শীঘ্রই খুজে পাবে। ইনশাল্লাহ
৮৮. আল গনিই, অর্থ মুখাপেক্ষী ধনী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি প্রতিদিন 70 বার এই নামটি পাঠ করিবে আল্লাহতালা তার অর্থ সম্পদ বরকত দান করবেন ইনশাল্লাহ সে কারো মুখাপেক্ষী হবে না।
৮৯. আল মুগণিই, অর্থ পরম অভাব মোচনকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি শুরু ও শেষে 11 বার দুরুদ শরীফ পড়ে ১১ বার অজিফার ন্যায় এই নামটি পড়বে তবে আল্লাহ তা'আলা তাকে বহিরাগত ও বিতর্কিত ধনী করে দিবেন।
৯০. আল মানিই, অর্থ অকল্যাণ রোধক
ফজিলত ও আমলঃ যদি স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ অথবা তিক্ততা সৃষ্টি হয়ে থাকে তবে বিছানায় শোয়ার সময় ২০ বারে নামটি পড়বে ইনশাল্লাহ ঝগড়া বিবাদ ও তিক্ততা দূর হয়ে যাবে এবং পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে।
৯১. আয্-যর, অর্থ ক্ষতিসাধনকারী
ফজিলত ও আমলঃ সকাল সন্ধ্যা এই নামের জিকির করলে সকল ভাল কাজের সফলতা আসবে ইনশাল্লাহ।
৯২. আন্- নাফিই, অর্থ কল্যাণকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি কোন পরিচিত স্থানে পৌঁছাবে এবং শুক্রবার রাতে যে ব্যক্তির নৌকা অথবা অন্য কোন যানবাহনে আরোহণের পর অধিক হারে পড়তে থাকবে ইনশাল্লাহ ইচ্ছা অনুযায়ী কাজ হবে।
৯৩. আন্-নূর, অর্থ পরম আলো
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি জুম্মার রাতে সাতবার সূরা নূর এবং 1000 বার এ নামটি পাঠ করবে তবে ইনশাল্লাহ তার অন্তর আল্লাহর জ্যোতি দ্বারা আলোকিত হয়ে যাবে।
৯৪. আল হাদি, অর্থ পথপ্রদর্শক
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি হাত উঠিয়ে আকাশপানে মুখ করে এ নামটি অধিক হারে পড়বে, অবশেষে মুখমন্ডলে হাত মুছে নিবে, ইনশাআল্লাহ তার পূর্ণ হেদায়েত লাভ হবে, আর মারেফাত পন্থীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে।
৯৫. আল বাদীই, অর্থ অতুলনীয়
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি কোন দুশ্চিন্তা বিপদ আপদ অথবা কোন সমস্যার সম্মুখে আসে সে এক হাজারবার এ নামটি পড়বে ইনশাল্লাহ সমস্যা সমাধান লাভ হবে।
৯৬. আল বাক্কি, অর্থ চিরস্থায়ী অনিবশ্বর
ফজিলত ও আমলঃ জুম্মার রাতে যে ব্যাক্তি এ নামটি 100 বার পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে সব ধরনের অনিষ্ট ও ক্ষতি থেকে নিরাপদ রাখবেন।
৯৭. আল ওয়ারিস, অর্থ উত্তরাধিকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি প্রত্যাহার সূর্যোদয়ের পূর্বক্ষণে ১০১ বার পড়বে ইনশাল্লাহ যাবতীয় দুঃখ-বেদনা চিন্তা ভাবনা কঠোরতা ও বিপদ থেকে মুক্তি থাকবে।
৯৮. আর রাশীদ, অর্থ সঠিক পথ প্রদর্শক
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি নিজের কোন কাজ বা উদ্দেশ্য সমাধানের কোন তদবির বোঝে না আসে মাগরিব ও এশার মাঝে এসে আর রাশিদু নামটি 1000 বার পাঠ করবে তবে ইনশাল্লাহ স্বপ্নের দেখা যাবে অথবা অন্তরে ঢেলে দেওয়া হবে।
৯৯. আস-সবুর, অর্থ অত্যাধিক ধৈর্য ধারণকারী
ফজিলত ও আমলঃ যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এর নামটি একশতবার পাঠ করবে ইনশাল্লাহ তায়ালা সেদিন সে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে এবং বরকত লাভ করবে হিংসুকদের মুখ বন্ধ থাকবে।
সর্বশেষ কথা প্রিয় পাঠক আজকে আমি আপনাদের মাঝে আল্লাহর 99 নামের ফজিলত ও আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এমন নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন এবং আমাদের সাথেই থাকুন।
নিউ বাংলা আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url